শতাব্দী এক্সপ্রেসে উগ্র হিন্দুত্ববাদী পত্রিকা! IRCTC’র কাছে অভিযোগ জানালেন ক্ষুদ্ধ যাত্রীরা

নতুন গতি নিউজ ডেস্ক: তুঙ্গে বিতর্ক বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী শতাব্দী এক্সপ্রেসে। প্রথম সারির সাধারণ সংবাদপত্রের সঙ্গে যাত্রীরা পেলেন নিষিদ্ধ হয়ে যাওয়া উগ্র হিন্দুত্ববাদী পত্রিকা আর্যাবর্ত এক্সপ্রেস।

    এই বিতর্কিত পত্রিকাটি হাতে পাওয়ার পরই ক্ষোভে ফুঁসে ওঠেন যাত্রীরা। সোজা টুইট করে IRCTC’র কাছে অভিযোগ জানান একাধিক যাত্রী। যাত্রীদের রোষের মুখে তদন্তের নির্দেশ দিয়েছে IRCTC। এই কাণ্ডের দায় সংবাদপত্র বিক্রির দায়িত্বে থাকা ফেরিওয়ালার উপর ঠেলেছে IRCTC। ঠিকাদার দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তাঁরা।

    স্থানীয় ঠিকাদার আবার দায় ঠেলছেন সংবাদপত্রের ফেরিওয়ালাদের দিকে।