বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে

বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে

     

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : গত শুক্রবার রাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ গুরুতর আহত এক তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে৷ ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দল৷

     

    নন্দীগ্রামের তৃণমূল নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের অভিযোগ, গত ১৫ দিন ধরে একের পর এক তৃণমূল নেতার উপরে হামলা চালাচ্ছে বিজেপি৷ অভিযগো, শুক্রবার রাতে বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকার তিন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়৷ ওই তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ৷ আক্রান্তদের মধ্যে রবীন মান্না বলে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকি একজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের আক্রান্ত এক কর্মীর খোঁজ নেই৷

     

    শেখ সুফিয়ানের অভিযোগ, ‘বিজেপি-র হার্মাদরা এই হামলা চালিয়েছে৷ বার বার পুলিশকে এদের নামে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷’ যদিও তৃণমূলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি-র স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷