ত্রিস্তর পঞ্চায়েতের দাদামা বেজে গিয়েছে!চারদিকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ব্যস্ততা

নিজস্ব সংবাদদাতা : ত্রিস্তর পঞ্চায়েতের দাদামা বেজে গিয়েছে । চারদিকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ব্যস্ততা ।

    তার মাঝে শুরু গিয়েছে দেওয়াল লিখন।

    ঠিক সেরকমই   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নয় প্রতীক চিনুন  এমন প্রচার দেখা যাচ্ছে ।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির প্রতিলিপি দক্ষিণ হাওড়ার ঝোড়হাট ও দুইল্যা অঞ্চলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জনসমক্ষে তুলে ধরে বার্তা দেওয়া হল। দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের রবিবারের কর্মসূচি এটি।

    তাদের বক্তব্য  সমস্ত গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদের একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনী উপলক্ষে প্রাক দলীয় প্রচারে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাসের উদ্যোগে। রবিবার  বাড়ি বাড়ি তৃণমূল যুব কংগ্রেস এই কর্মসূচি পালন করলো।