আনিস খান হত্যাকাণ্ড: “গ্রেফতার দুই পুলিশ” ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: অনিস খান হত্যাকাণ্ডে নতুন মোড়। গ্রেফতার দুই পুলিশ।

    নবান্নে শিল্প বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান “এই ঘটনায় পুলিশের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাতে তদন্ত নিরপেক্ষ হয়। ওই দুই পুলিশ কর্মী কোনওভাবে তদন্ত প্রভাবিত করতে না পারে সেই কারণে দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

    বিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি জানান “অভিযোগ যদি সঠিক হয় সেক্ষেত্রে সরকার অবশ্যই পদক্ষেপ করা হবে।”

    এ ছাড়াও গতকালের ছাত্র বিক্ষোভ নিয়ে তিনি বলেন “আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে কেউ আন্দোলন শেখাবেন না। গতকাল কলকাতায় যা হয়েছে, তা অনভিপ্রেত। এভাবে রাস্তা আটকে আন্দোলন করা কোনওভাবেই উচিত নয়।”

    এদিনের বৈঠকে তিনি আরো বলেন “তাপসী মালিকের হত্যাকাণ্ড থেকে নন্দীগ্রাম কাণ্ড, রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তভারও রয়েছে সিবিআইয়ের হাতেই। কিন্তু এতদিনেও এর কোনও সুরাহা হয়নি। বারবার সিবিআই তদন্তের কথা বলে রাজ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

    আনিসের পরিবার ও রাজ্যবাসীদের আশ্বাস দিয়ে তিনি বলেন “যেকোনো বিপদে রাজ্য পুলিশই বাংলাবাসীর পাশে থাকে। এক্ষেত্রেই সঠিক তদন্ত হবে। প্রকাশ্যে আসবে আসল তথ্য। অভিযুক্তরা শাস্তি পাবেই।”