বড়সড় ধাক্কা খেতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার! বড় সংখ্যার আসন কমে যাওয়ার সম্ভাবনা প্রবল রাজ্যসভায়

দেবজিৎ মুখার্জি: বড়সড় ধাক্কা খেতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। ফের রাজ্যসভায় একশোর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল কেন্দ্রের শাসকদলের।

    চলতি বছরের ২১ জুন থেকে ১ আগষ্ট পর্যন্ত রাজ্যসভায় যে সমস্ত আসন খালি হতে চলেছে, সেগুলির জন্যই গতকাল ১০ জুন ১৫টি রাজ্যের ৫৭টি রাজ্যসভা আসনে – উত্তরপ্রদেশে ১১টি, তামিলনাডু ও মহারাষ্ট্রে ৬টি, বিহারে ৫টি, কর্নাটক, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে ৪টি, মধ্যপ্রদেশ ও ওড়িশায় ৩টি, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তিশগড় ও তেলঙ্গানায় ২টি এবং উত্তরাখণ্ডে ১টি – ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে বিজেপির দখলে ২৩টি এবং কংগ্রেসের দখলে ৮টি আসন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে আসন সংখ্যা কমতে চলেছে বিজেপির। অন্ধ্রপ্রদেশ থেকেই সবথেকে বড় ধাক্কা খেতে চলেছে তারা। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও বাড়ার অবস্থা নেই।