প্রচারে নামলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, দিলেন ওয়ার্ডকে সুষ্ঠ পরিবেশের আশ্বাস

শিলিগুড়ি: প্রচারে নামলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।গতকাল থেকেই প্রচারে নামলেন তিনি।নিজের ওয়ার্ড ছয় নম্বর থেকে তার দল সিপিএমের প্রার্থী তিনি।

    অশোকবাবু জানালেন একসময় মনে হয়েছিলো দাড়াবো না,বিশেষ করে স্ত্রী চলে যাবার পরে একেবারেই একা হয়ে গিয়েছিলাম,পরে ও অনেক ভেবেছি কিন্তুু কলকাতা থেকে বুদ্ববাবু ফোন করে বললেন দাড়াতে,জানালেন সবকিছু ভুলে দাড়াও,দল তোমার কাছ থেকে এখনো কিছু আশা করে,আর শিলিগুড়ির মানুষ সিপিএমের পক্ষ্যেই থাকে চিরকাল।তাই তুমি দাড়াও মানুষ থাকবে তোমার পাশে।অশোকবাবু জানালেন আমি কোভিডবিধি মেনেই আমার প্রচার করবো,কারন আমি চাই না আমার কারনে আমার ওয়ার্ডের মানুষ এবং সহকর্মীরা ক্ষতিগ্রস্ত হোক।তাই প্রচারে বেশী মানুষকে নিচ্ছি না,আমি খুব বেশীবার মানুষের কাছে যাব না,আমি সবরকম নিয়ম মেনেই আমার কাজ করবো।কারন আমি জানি শিলিগুড়ির মানুষকে বেশী বোঝানোর দরকার নেই।নিজেও নিজের শরীরের দিকে খোজ খবর রাখছি,কারন আগে নিজেকে ঠিক রাখতে হবে, সানিটাইজার এবং মাষ্ক সবাইকে ব্যাবহার করতে বলেছি,এবং চেষ্টা করছি দুস্থদের হাতে সানেটাইজার এবং মাষ্কের ব্যাবস্থা করা।আমি আমার ওয়ার্ডকে একটি ভাল পরিবেশ দেবার চেষ্টা করবো যদি আমরা আবার ক্ষমতায় আসি,সবচাইতে বড় কথা মানুষ যদি আমাদের আবার ক্ষমতায় বসায়।এখন সবকিছু নির্ভর করবে আগামী 25তারিখে।আপাতত আমি আমার কাজ চালিয়ে যেতে চাই,তারপর সব ভাগ্যের উপরে জানালেন আশাবাদী অশোক ভট্টাচার্য।