|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার এমপি-এমএলএ আদালতে ২০১৪ সালে প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েও শাস্তি পেলেন না তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ। পাশাপাশি জেল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে আদালত।
আদালতের বক্তব্য “শুধু ওঁকে বলব, এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন, করুন। যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না। আপনি বিশিষ্ট সাংবাদিক, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা লড়ুন আইনের পথ ধরে এবং কাজ চালিয়ে যান। ভবিষ্যতে আত্মহত্যার চেষ্টা করবেন না। তিরস্কারটাই শাস্তি।”
প্রসঙ্গত, ২০১৪ সালে সারদা মামলায় বন্দি ছিলেন কুণাল ঘোষ। পুলিশের অভিযোগ অনুযায়ী, ১৩ নভেম্বর রাতে তিনি বিপুল পরিমাণে ঘুমের ওষুধ খান। এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা হয়। উল্লেখ্য, তার আগেই তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন আসল ষড়যন্ত্রীরা গ্রেপ্তার না হলে তিনি আত্মহত্যা করবেন।