“আমি বাবরি মসজিদ হারিয়েছি, চাইনা আরেকটা মসজিদ হারাতে” জ্ঞানবাপী মসজিদ মামলায় বিস্ফোরক ওয়াইসি

দেবজিৎ মুখার্জি: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদ মামলা নিয়ে এবার মুখ খুললেন আইমিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

    আদালতের নির্দেশের সমালোচনা করে তিনি বলেন “এটা স্পষ্ট আইনের লঙ্ঘন। এবং আমার আশা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং মসজিদ কমিটি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। আমি বাবরি মসজিদ হারিয়েছি। চাই না আরেকটা মসজিদ হারাতে হোক।”

    উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরে মা শৃঙ্গার গৌরী স্থলে পুজো করার আবেদন জানিয়েছিলেন পাঁচজন মহিলা। গত একবছর ধরেই ওই অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে প্রার্থনা করার জন্য। কিন্তু ওই মহিলাদের আবেদন ছিল, তাঁরা চান ওই পুরনো মন্দির চত্বরের অন্যান্য দেববিগ্রহের সামনেও প্রার্থনা করতে। গত এপ্রিলে এই বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেয় আদালত। গত শুক্রবারই মসজিদের ভিতরে শুরু হওয়া ভিডিও সার্ভেতে আপত্তি জানান মসজিদ কমিটির সদস্য ও তাদের আইনজীবীরা। পিটিশন দাখিলকারীদের আইনজীবীরা বলেন, তাঁরা যা করছেন আদালতের নির্দেশ মেনেই। সেই মামলায় আপাতত ভিডিও সার্ভে অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে আদালত।