“গণনার দিন ২ মার্চ”: রাজ্য নির্বাচন কমিশন

নতুন গতি নিউজ ডেস্ক: যেমনটা বিরোধীরা দাবি করেছিল, ঠিক তেমনই হলো। নির্বাচন ভোট গণনার মাঝে দু’দিন সময় রাখল রাজ্য নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করলেন ফলাফলের দিন ২ মার্চ।

    সূত্রের মারফত জানা গিয়েছে, ১০৮টি পুরসভার ভোটগ্রহণ রাজ্যের একটা বৃহৎ অংশ জুড়ে হবে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে পারে। তাই রাতারাতি স্ক্রুটিনি করা সম্ভব নয়। স্ক্রুটিনি করতে অন্তত একদিন সময় লাগবে। তাই হাতে স্ক্রুটিনি ছাড়াও পুনর্নির্বাচনের জন্য অতিরিক্ত একদিন রাখা হয়েছে।