|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বুথ ভিত্তিক অঞ্চল তৃনমূল কংগ্রেসের সম্মেলন উপলক্ষে খয়রাসোল ব্লকের দশম তম তথা শেষ দিন নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূলের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। নাকড়াকোন্দা অঞ্চলের ১১টি বুথ থেকে ৬০ জন পুরুষ ও ৪০ জন করে মহিলা তৃনমূল কর্মীদের নিয়ে এদিন বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
মঞ্চে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উদ্যেশ্যে বলেন আপনারা সাধারণ মানুষের বাড়ীতে যান, তাদের অভাব অভিযোগের কথা শুনুন,মানুষ সবার ওপরে, মানুষ আমাদেরকে নেতা বানিয়েছে,তাই মানুষের কথা ভাবুন, কাজের সময় কাজী কাজ ফুরালেই পাজি, – এই মানসিকতা থেকে সরে আসুন।তৃনমূলের একজন নেত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সবাই দিদির অনুগত সৈনিক,এটাই আমাদের পরিচয়। ।এছাড়াও বলেন রাজ্য সরকারের মানবিক প্রকল্পগুলি সম্বন্ধে জনসাধারণকে অবগত করুন এবং দলমত নির্বিশেষে কেউ যেন প্রকল্পগুলি থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
আজকের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্ষুদ্র কুটীর শিল্প ও বস্ত্র বিপনন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ষোষ,জেলা যুব সভাপতি দেবব্রত সাহা,জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,সহ সভাপতি অসীমা ধীবর,ব্লক নেতৃত্ব আব্দুর রহমান, সেখ জয়নাল,কাঞ্চন দে শিক্ষক নেতা উজ্জ্বল কাদেরী, নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত মুখার্জী সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা।
একান্ত সাক্ষাৎকারে জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান।