মণিপুরের ভয়ঙ্কর ধসে  মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার দুই বাঙালি জওয়ানের

নিজস্ব সংবাদদাতা : মণিপুরের ভয়ঙ্কর ধসে  মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার দুই বাঙালি জওয়ানের । একজনের বাড়ি বনগাঁয় (Bongaon), আরেকজনের মাটিয়ায় (Matia)। জওয়ানদের মৃত্যুর খবর পৌঁছতেই এলাকা জুড়ে শোকের আবহ।মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান। মৃত জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী জয়া বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলেছিল ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত, অ্যালার্ম দিয়ে রাখছি। দু’ঘণ্টা পর, ফোন করব। ভাবলাম ঘুমিয়ে পড়েছে।’

    অপেক্ষায় ছিলেন স্ত্রী, ঘুম ভাঙলেই স্বামী ফোন করবে। কিন্তু, সেই ফোন আর এল না। চিরতরে ঘুমের দেশে হারিয়ে গেলেন, উত্তর ২৪ পরগনার, বনগাঁর বাসিন্দা, সেনা জওয়ান, সন্তু বন্দ্যোপাধ্যায়।

    মণিপুরের টুপুলে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে এক বাঙালি জওয়ানেরও। ১০৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ১৫ বছর ধরে, সেনাবাহিনীতে চাকরি করছেন সন্তু। ৬ মাস আগে মণিপুরের টুপুলে তাঁর পোস্টিং হয়। ফেব্রুয়ারির শেষে দেড় মাসের ছুটি নিয়ে বাড়ি আসেন। ফিরে যান ১১ এপ্রিল। সেই শেষ যাওয়া। বুধবার রাতে, ফোনে ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছিলেন না সন্তুর স্ত্রী। প্রচণ্ড বৃষ্টির কারণেই সমস্যা হচ্ছিল বলে মনে করেছিলেন। ভাবতেও পারেননি, এভাবে পরিবারে বিপর্যয় নেমে আসবে।মৃত জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেন, ‘ক’দিন ধরেই বৃষ্টিতে নেটওয়ার্ক পাচ্ছিলাম না। রাত ১ টা থেকে ফোন সুইচড অফ ছিল। ওর বন্ধুরা সমানে ফোন করছিল। রাতে কেউ কিছু বলেনি। সকালে দেখলাম তালিকায় ওর ছবি।’ ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা।হাসি-খুশি, পরোপকারী ছেলেটা এভাবে শেষ হয়ে গেল। কিছুতেই যেন মেনে নিতে পারছে না বনগাঁর ব্যারাকপুর এলাকার বাসিন্দারা।

    এদিকে, মণিপুরের ধসে মৃত্যু হয়েছে, উত্তর ২৪ পরগনার আরও এক সেনা জওয়ানের। শেখ মহিনুদ্দিন নামে ওই জওয়ানের পরিবারের দাবি, শনিবার সকালে, সেনাবাহিনীর তরফে ফোন করে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়।