|
---|
নিজস্ব প্রতিবেদন, নওদা : মুর্শিদাবাদ জেলার প্রান্তিক গ্রাম ঝাউবনা থেকে প্রকাশিত হামিম হোসেন মণ্ডল সম্পাদিত পাক্ষিক ই-পত্রিকা ‘বুলবুলের বৈঠকখানা’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। করোনা ও লকডাউনের সময় ডিজিটাল মাধ্যম ও ই-পত্রিকার চাহিদা ও সম্ভাবনা দেখাদিলে গতবছর ১৫ জুন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক এই সংবাদপত্রটির আত্মপ্রকাশ ঘটে। অল্প সময়ের মধ্যেই দুই বাংলায় বেশ পরিচিত হয়ে ওঠে পত্রিকাটি। কবিতা, কবি পরিচিতি, ধারাবাহিক উপন্যাস, গল্প ইত্যাদির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির নিবন্ধ, সংবাদ এমনকি খেলা ও বিনোদন জগতের খবরাখবরও থাকে। কলম ধরেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কবি-সাহিত্যক থেকে প্রবাসী বাঙালীও।
পাঠকমহলের কাছে সমাদর পাওয়া এই পাক্ষিকটি অনেকেই এখন পাশাপাশি মুদ্রিত আকারেও পেতে চাচ্ছেন। অনেকে অনলাইন পিডিএফ থেকে প্রিন্ট করে নিয়েও সংরক্ষণ করছেন। পত্রিকার ডিজাইন তথা ডিটিপি সম্পাদক নিজে হাতে খুব যত্নসহকারে করে থাকেন। এই কাজ সাহিত্য-সংস্কৃতি জগতে ও তার বাইরেও বেশ প্রসংশিত হয়েছে। উল্লেখ্য, এক বছরে মোট ২৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ১৫ জুন, ২০২২-এ দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটি প্রকাশ পেয়েছে।