|
---|
নিজস্ব সংবাদদাতা :রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে বীরভূমের রাজনগর ব্লকের মাধাইপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের তরফে আজ এই রক্তদান শিবির আয়োজিত হল। জেলার হাসপাতাল গুলিতে যাতে রক্তের ঘাটতি না হয় সেই লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই শিবিরের আয়োজন করা হয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চট্টোপাধ্যায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী সহ স্থানীয়রা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ এই রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্ত দান করেছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও যেসব ৫৫ জন রক্তদাতা এই শিবিরে এসে রক্তদান করেছেন তাদের সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকাবাসীরা।