|
---|
নিজস্ব সংবাদদাতা : DYFI, SFI ও CPIM এরিয়া কমিটির উদ্যোগে ভবানীপুর অঞ্চলের নতুনগ্রামে কমরেড নন্দলাল মিস্ত্রির ১৬তম স্মরণ সভা অনুষ্ঠিত হল। রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের নতুন গ্রামের বাসিন্দা কমরেড নন্দলাল মিস্ত্রী আগয়াবান্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি তিন বার CPIM এর টিকিটে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন এবং পরবর্তীতে রাজনগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য নির্বাচিত হন।
২০০৮ সালে ২২ শে সেপ্টেম্বর আজকের দিনেই তিনি নিজ বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার পথে মাওবাদীদের দ্বারা খুন হন বলে সিপিআইএমের অভিযোগ। আজ নতুন গ্রামে তার ১৬ তম স্মরণ সভা আয়োজিত হলো ।এই উপলক্ষে কমরেড নন্দলাল মিস্ত্রির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় । পাশাপাশি তার স্মরণসভা উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ ২৮ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন । উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডঃ রামচন্দ্র ডোম, সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, সহ সিপিআইএম নেতা শুকদেব বাগদি, কালো কোড়া, মিলন খান, প্রয়াত কমরেড নন্দলাল মিস্ত্রির পরিবারের সদস্যগণ সহ অন্যান্যরা।