মনিপুরে মহিলাদের প্রতি বর্বো রোচিত নির্যাতন ও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্বাক্ষর প্রতিবাদ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা : মনিপুরে মহিলাদের প্রতি বর্বো রোচিত নির্যাতন ও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্বাক্ষর প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছে দার্জিলিং জেলা সমতল তৃণমূল মহিলা কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল। আজকে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে শুরু হয় সাক্ষর কর্মসূচী। উপস্থিত ছিলেন মহিলা সভাপতি মিলি সিনহ্া। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের দেশের লজ্জা যে এই দেশের কোন এক রাজ্যের মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছেন। যে দেশের প্রধানমন্ত্রী ” বেটি বাচাও বেটি পড়াও ” নিয়ে বড় বড় কথা বলেন সেখানে এইভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছেন দেখেও লজ্জা লজ্জা লাগে। আমাদের প্রতিবাদ শিলিগুড়ি ছাড়িয়ে গোটা বাংলাতে ছড়িয়ে পড়বে। এই প্রতিবাদ আমাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। যেটা আগামীদিনে গোটা দেশে ছড়িয়ে যাবে। এদিন মেঘলা আকাশেও মহিলারা জমায়েত হয়েছিলেন এই প্রতিবাদ মিছিলে। জেলা সভাপতি আরো জানান বিজেপী নিজেরা অপরাধ করে চুপ করে থাকছে,আর অন্যরা প্রতিবাদ করলেই দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে। আগামী নির্বাচনে মানুষ বিজেপীকে ভারত ছাড়া করবে সেটা একমাত্র সময়ের অপেক্ষায় আছি আমরা। এদিন এই প্রতিবাদ সাক্ষর সমামেশে সই করেন অনেক সাধারন গৃহবধুও। জেলা সভাপতি আরো জানান আমরা চাই সাধারন মানুষ সামনে এসে প্রতিবাদ করছেন। আরো মানুষ এগিয়ে আসুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তবেই আমাদের দেশ এগিয়ে আসবে সামনের সারিতে। এদিন সাক্ষর কর্মসূচীতে সই করেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য সমর্থকেরাও।