|
---|
মালদা: পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতভর চললো অশ্লীল নাচের আসর। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে। নর্তকীদের দেখা গিয়েছে অশ্লীল পোশাক পরে নাচ করতে। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। রাতভর এই নাচের আসরে আবাল-বৃদ্ধ-বনিতা দের ভিড় দেখা যায়।
শুধু তাই নয় নাচের আসর এর পাশে চলেছে অবাধে জুয়ার আসর । পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এরকম ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গিয়েছে। সেই কারণে এই অশ্লীল নাচের আসর চলেছে রাতভর। রাত্রিবেলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকে সেই সুযোগে এই অশ্লীল নাচের আসর বসানো হয়েছে বলে সংলগ্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন।