মণিপুর হিংসা: উদ্ধার করা অস্ত্র সম্পর্কে রিপোর্ট রাজ্য সরকারের

দেবজিৎ মুখার্জি: হিংসাদীর্ণ মণিপুরে কত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল করল বিরেন সিং সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়ে হলফনামা জমা দেওয়া হয়েছে শুক্রবার। এবং এই রিপোর্ট কেবলমাত্র বিচারপতিদের জন্যই।

     

    গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট মণিপুর সরকার ও আইনশৃঙ্খলা সংস্থার কাছে উদ্ধার করা অস্ত্র সম্পর্কে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছিল। শুক্রবার সেই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে। এই বিষয়ে তুষার মেহতা জানিয়েছেন, যে যে বিষয়ে বিতর্ক হচ্ছে তা নিয়ে সব তথ্য সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির নজরে আনা হয়েছে। প্যানেল সেগুলি খতিয়ে দেখছে। আগামী ২৫ সেপ্টেম্বর এবিষয়ে শুনানি হবে।