|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এ বছরও নগেন্দ্র বাজার প্রিন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পূজা উপলক্ষে সমাজ সেবা মূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে রক্তের অভাব দেখা দিয়েছে, সেই রক্তের অভাব দুর করতে ও থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের জীবনের কথা ভেবে এদিন ক্লাব প্রাঙ্গণে সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন সেবামূলক কাজ যেমন অসহায় অনাথ শিশু ও দুঃস্থ, বৃদ্ধাদের বস্ত্র এবং তাদের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও মিষ্ঠান্ন বিতরণ করা হয়। বিগত বছরে ঘোষণা অনুযায়ী এদিন প্রিন্স ক্লাবের পক্ষ থেকে ফিতে কেটে একটি এ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করেন। উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ মোল্লা, ডা: হা: টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সমাজসেবী সৌমেন তরফদার,প্রিন্স ক্লাবের সেক্রেটারি উত্তম দাস,ক্লাব সভাপতি জয়দেব হাতি,কাউন্সিলর দেবকী, কাউন্সিলর মিরা হালদার সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ,পুলিশ প্রশাসন ও আধিকারিক গন। সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।