বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহত উস্থী সরষে পাড়ার যুবক আসিফ গাজীর পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে,বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু লক্ষ করে টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন। সেই মতো আজ মগরাহাট পশ্চিম বিধানসভার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরষে পাড়ার যুবক ওই মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায়,মৃত আসিফ গাজীর পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, রাজ্য সভার সাংসদ তথা ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী,রাজ্যসভার সাংসদ নাদিমুল হক প্রমুখ। পরিবার সূত্রে জানা যায় ১৫ দিন আগে দর্জির কাজ করতে বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু জান আসিফ গাজী।আর কয়েক দিন পর ঈদ,তাই ঈদের আগে কাজের ছুটি নিয়ে বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে ওড়িশার বালেশ্বর এ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত হয় আসিফ গাজী (২০)। জানা গিয়েছে প্রায় দেড় বছর আগে সে বিয়ে করে উস্থির ঘোলার নোয়াপাড়া এলায়,এখন স্ত্রী গর্ভবতী,স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী বাকরুদ্ধ।নিহত আসিফ গাজীর পরিবারে নেমে আসে সখের ছায়া।নিহত যুবকের পরিবারকে সান্তনা দিতে তার বাড়িতে দেখা করতে যান বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। বিধায়ক কে কাছে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ ও নিহত পরিবারের লোকজন।