বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে রহমতে আলম মিশন

সংবাদদাতা, নতুন গতি: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত রহমতে আলম মিশনে গত ৫ই জুন উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপিত হলো। সকাল ১০ টা থেকে অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বক্তব্য ,আবৃত্তি , সঙ্গীতের মধ্য দিয়ে রহমতে আলম মিশন এর প্রেক্ষাগৃহে বিশেষ অতিথি ও ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতাকে তুলে ধরে। বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্যে জলের অপচয়, প্লাস্টিক দূষণ এবং দূষণ রোধে জনগণের সচেতনতার অভাবকে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে ছাত্র ছাত্রীদের অভিনীত মূকাভিনয়। নির্দেশনায় সুবিদ আলি স্যার। মুকাভিনয়ের বিষয় ছিল ,”জলের অপর নাম জীবন” ও “গাছ লাগান , প্রাণ বাঁচান ।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক মহাশয়, মিশন সম্পাদক আনিসুর রহমান, মিশন সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী স্যার, মিশন সুপারিনটেনডেন্ট আব্দুল লতিফ, ম্যানেজিং কমিটির সদস্য , শিক্ষক ও শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রতন বোস স্যার ও সুবিদ আলি স্যার।