|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ সতেরো তম লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর, দফাই দফাই সংঘর্ষ হচ্ছিল। বৃহস্পতিবার মোদির শপথ গ্রহণ-এর জন্য পতাকা টানতে গেলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মী। মৃত্যু ব্যাক্তির নাম সুশীল মণ্ডল বয়স(৫২)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার পান্ডু গ্রামের বিজেপি পতাকা টানানো কেন্দ্র করে মারপিট, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সুশীল মণ্ডলকে মারে ঘটনা স্থলে বিজেপি কর্মী সুনীল মণ্ডল মারা যায়। বিজেপি কর্মী সুশীল মণ্ডল মৃত্যু কারণে এলাকায় শোকের ছায়া নেমে আসে।