|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ আপাতত ভোট যুদ্ধ শেষ। দেশ ও রাজ্যে অভাবনীয় ফল করছে বিজেপি। কেন্দ্রে যেমন মোদী সরকার ফের, তেমনি বাংলায় আগামী দিনে বিজেপি সরকার গঠনের এটাই পূর্বভাষ বলে অনেকেই মনে করছেন। বিজেপির একাংশের অভিযোগ তাদের পরাজয়ের এই তীব্র হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে তাদের আক্রমনাত্মক ভঙ্গিতেই। অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের ভাটপাড়া গ্রামে গতকাল রাতে মঙ্গলকোট থানার পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে , বাড়ি ভাঁচুর করে। আর এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঁচুর করার প্রতিবাদে আন্দোলনে নামলো গ্ৰামের মহিলারা। আইনরক্ষা করে শান্তির বাতাবর প্রতিষ্ঠা করা যাদের কাজ, সেই আইনের রক্ষকদের দ্বারাই এমন তান্ডবে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মহিলা থেকে শুরু করে সমস্ত বিজেপি সমর্থকরা।