|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর :স্বেচ্ছাসেবী সংস্থা ডঃ আম্বেদকর সোসাইটির ৩৪ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ঢিল ছোড়া উপকণ্ঠে ফুলপাহাড়ি গ্রামে।
এই গ্রামে ডঃ আম্বেদকর সোসাইটি ফর সোসিও ইকোনমিক ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত এগারো টাকার টিউশন সেন্টার রয়েছে।
এই ১১ টাকার টিউশন সেন্টারের ছেলেমেয়েদেরকে নিয়েই ডঃ আম্বেদকার সোসাইটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হলো। নৃত্য, অংকন, আবৃত্তি,,গান ও নাটকের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে এই দিন সম্পন্ন হয়।
প্রচন্ড গরমের তাপপ্রবাহকে উপেক্ষা করেও শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ দেখে সংস্থার সদস্যরা এবং অন্যান্য অতিথিরা অভিভূত হয়ে যান।
অনুষ্ঠানটি শুরু হয় সংস্থার অণুপ্রেরণা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর প্রতিকৃতিতে মাল্যদান ও বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে চারাগাছে জল সিঞ্চন করে।
অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের গবেষক ডঃ নির্মাল সেন,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা নীলাঞ্জনা দাস চ্যাটার্জি,আই সি ডি এস সুপারভাইজার মৌসুমী দত্ত, মৌসুমী প্রধান,পঞ্চায়েত সদস্যা শিখা নায়েক প্রমুখ।। এছাড়াও সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন কুমার পণ্ডিত, সহ-সভাপতি ডঃ কাজল নয়ন মজুমদার, সম্পাদক সম্রাট পন্ডিত , সহ-সম্পাদক কৌশিক দাস সংস্থার সদস্যা দেবারতি জানা , নির্মলেন্দু মান্না মহাশয়, অমিত নন্দী,, সায়নী টুডু, টিআইএফআর মুম্বাইয়ের গবেষক ঐন্দ্রিলা ধারা, সথস্যা স্বর্ণালী ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এম এ প্রথম বর্ষের ছাত্রছাত্রীগণ ও ফুলপাহাড়ি গ্রামের গ্রামবাসীবৃন্দ।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প “রোগের চিকিৎসা” নাটকের মাধ্যমে। নাটকটি অভিনয় করেন এগারো টাকার টিউশনের ছাত্র-ছাত্রী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করলেন সংস্থার সদস্য দেবারতি জানা।
সংস্থার সম্পাদক সম্রাট পন্ডিত ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।