|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সংযুক্ত কিষাণ মঞ্চের মিছিল হলো কেশপুর বাজারে।কৃষিতে কর্পোরেটদের অণুপ্রবশের বিরুদ্ধে, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া শ্রম আইনের বিরুদ্ধে,পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম কমানোর দাবিতে, রেল, রেললাইন, হাইওয়ে, সমুদ্র, বিমান বন্দর পুঁজিপতিদের কাছে বিক্রির প্রতিবাদে, সমস্ত সরকারী শূন্যপদে লোক নিয়োগ, শ্রমজীবী মানুষের কাজের নিরাপত্তা ও উপযুক্ত সামাজিক সুরক্ষার দাবীতে, বিদ্যুৎবিল প্রত্যাহারের দাবিসহ আরো বিভিন্ন দাবীদাওয়াকে সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আগামী ২৭ শে সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে শুক্রবার দুপুরে সংযুক্ত কিষাণ মঞ্চের এক বিশাল মিছিল হয় কেশপুর বাজারে।
উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক
মেঘনা ভূঁইয়া, কেশপুরের প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলই,জেলা নেতৃত্ব মানিক সেনগুপ্ত, এরিয়া কমিটির সম্পাদক নিয়ামত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।