|
---|
লুতুব আলি, ৬ জুন : বিশ্ব পরিেশ দিবস উপলক্ষে দিকে দিকে বৃক্ষ রোপন কর্মসূচি হয়। বিশ্ব পরিবেশ দিবসের দিন রাজ্যের দুইটি স্বেচ্ছাসেবী সংস্থা এক ভিন্ন ধরনের অনুষ্ঠান করে ভিন্ন রকম বার্তা দিল। গাছ কাকু নামে পরিচিত চন্দ্রনাথ বসু এদিন সকাল-সকাল বৃক্ষ শিশু দিয়ে হাওড়া ব্রিজের ওপর বসেছিলেন। পথচলিত অনেক মানুষ চন্দ্রনাথ বসুকে এই বেশে দেখে ভেবেছিলেন গাছ বিক্রেতা। দাম জিজ্ঞাসা করার আগেই এই ধরনের পথচলিত জিজ্ঞাসু মানুষদের হাতে বৃক্ষ শিশু বিনামূল্যে ধরিয়ে দিলেন। পরিবেশ নিয়ে পথচলিত যে সমস্ত মানুষরা চিন্তা-ভাবনা করেন তারা প্রত্যেকেই চন্দ্রনাথ বসু কে সাধুবাদ জানিয়ে যান। চন্দ্রনাথ বাবু প্রায় প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত রাখেন।অন্যদিকে বর্যমানের সেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা nutrition ওয়েলফেয়ার সোসাইটি বিশ্ব পরিবেশ দিবসের দিন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে গাছের গোড়ায় জল ঢেলে বার্তা দিলেন: কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত থাকলে হবেনা এই বৃক্ষ শিশুগুলিকে সারা বছর ধরে ধারাবাহিকভাবে পরিচর্যা করলে তবেই বিশ্ব পরিবেশ দিবসের সার্থকতা লাভ করবে।