যাদবপুর ক্যাম্পাসে ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার যাদবপুর ক্যাম্পাসে ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর। তবে, ‘মুচলেকা’ স্বাক্ষর করতে হয়েছে আয়োজকদের। মদ-মাদক সেবন না করার পাশাপাশি, বাজি পোড়ানো ও বহিরাগতদের ডাকায় নিষেধাজ্ঞা লাগানো হয়েছে এবং মহিলাদের নিরাপত্তার দিকে নজর দিতে বলা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এটা করা হয়েছে। এখন তো নির্বাচিত ছাত্র প্রতিনিধি নেই। তাই নিরাপত্তারক্ষীরা যাতে প্রয়োজন পড়লে সহজেই কারও সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্যই এটা করা হয়েছে।”