|
---|
মইদুল ইসলাম, নতুন গতি :
বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত রুপরামপুর গ্রাম, কয়েক বছর আগে গ্রামে একটি এম এস কে স্কুল ও একটি হেলথ সাব সেন্টার তৈরি হয়। এর গ্রামের মায়েদের চিকিৎসা ও শিশুদের পড়াশুনার জন্য আর দুরে কোথাও যেতে হয় না। কিন্তু এখন প্রধান সমস্যা রাস্তা নিয়ে। জমি জটে রাস্তা এখন ও তৈরি হয়নি রাস্তা। তাই মূলরাস্তা থেকে এম এস কে স্কুল ও হেলথ সাব সেন্টারে যেতে হয় জমির আল দিয়ে।
বৃষ্টির দিনে এই আল দিয়েই গর্ভবতী মায়েদের এবং বাচ্চা ছেলেদের প্রানের ছুকি নিয়ে রাস্তা পার হতে হয়।
এম এস কে স্কুলের শিক্ষক গৌরি শঙ্কর গোস্বামী বলেন বেশ কয়েক বছর ধরে আমরা ও ছাত্র রা এই ভাবেই যাতায়াত করি। আমরা বাইক কিছুটা দুরে রেখে হেটে আসি। অনেক বার প্রশাসন কে বলাও হয়েছে, কিন্তু স্থায়ী ভাবে সমস্যার সমাধান এখনো হল না।
গ্রামবাসিরাও দীর্ঘদিন দাবী জানিয়ে আসছে, এখন দেখা যাক প্রশাসনের টনক কখন নড়ে।