|
---|
মহম্মদ রিপন,নতুনগতি:
বীরভূম জেলার মোট ছয়টি পৌরসভা অঞ্চলের মধ্যে দুবরাজপুর পৌরসভাও একটি। এবার এই দুবরাজপুর পৌরসভার নতুন ভবনের পথচলা শুরু হল।
নবনির্মিত রবীন্দ্র ভবনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী অনুব্রত মণ্ডলের দ্বারা বহুবিধ প্রকল্পের শুভারম্ভ হলো। উপস্থিত ছিলেন পৌরপিতা শ্রী পীযুষ পান্ডে, ব্লক-সভাপতি শ্রী ভোলানাথ মিত্র, দুবরাজপুর এর বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি, উপ-পৌরপিতা শ্রী সৌকত আলী মির্জা, জেলা সহ-সভাপতি রানা সিংহ ও মলয় মুখার্জী, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ প্রমুখ ব্যক্তিত্ব।