বড়িশা সাতেরপল্লীর প্রশংসনীয় পুজো ভাবনা

রামিজ আহমেদঃ কথাতেই আছে ‘বন্যেরা বনে সুন্দর’-কিন্তু আজ বন্য প্রাণীরা বিপন্ন।আমাদের ছোটবেলায় আমরা কতো রংবেরং এর পাখি দেখতাম,ভোরবেলায় তাদের ডাকে ঘুম ভাঙতো।কিন্তু আমাদের শৈশবের সেইসব পাখিদের কলতান আর তেমন শুনতে পাইনা।বিশেষ করে বুলবুল,টুনটুনি,চড়াই ফিঙেরা আজ অবলুপ্তির পথে।এরই মধ্যে কিছু মানুষ তাদের নিজেদের আনন্দ উপভোগের জন্য তাদের বন্দি করে। নষ্ট হচ্ছে প্রকৃতিক ভারসাম্য। এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার প্রধান কারন অবশ্যই বিশ্ব উষ্ণায়ন। আমরা যদি এখনই না সজাগ হই তাহলে একদিন এইসব পাখিদের হয়তো আর দেখাই যাবে না কারন তারা তাদের স্বাভাভিক প্রজনন ক্ষমতা হারিয়ে একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এই ব্যাপারে মানুষের চেতনা বাড়ানোর জন্য বড়িশা সাতেরপল্লী সম্মিলনীর এবারের পুজো ভাবনা ‘বন্যেরা বনে সুন্দর’।শুক্রবার সন্ধ্যায় বরিশা সাতেরপল্লী সম্মিলনীর পুজো উদ্বোধন হয়ে গেল।উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী মজুমদার,বালি বিধানসভার বিধায়কা বৈশালী ডালমিয়া প্রমুখ। বড়িশা সাতেরপল্লীর এবারের ভাবনা দর্শকদের আকর্ষণ করবেই।