মুরারইয়ে স্কুলছাত্রীর আধার কার্ডে ভুল, হয়রানির শিকার পরিবার

মহম্মদ রিপন, নতুনগতি:

    — আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকার যে তোড়জোড় শুরু করেছে তাতে সাধারন মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে। কেন্দের এই সিদ্ধান্তের জ্বালায় গ্রামবাসী সাধারন মানুষদের বেশী ভুগতে হচ্ছে কখন আধার যোগ করতে গিয়ে কখনও আধার কার্ডে ভুল ভ্রান্তির জন্য। এবার মুরারই থানার বছর ১৩ এর স্কুল ছাত্রী গোলসেন খাতুনের আধার কার্ডে বাবার নামের জায়গাতে এলো গ্রামের নাম বালিয়া পলশা। এরফলে সাধারনত সমস্যাতে পড়তে হচ্ছে তাকে। গোলসেন খাতুনের কথায় – আমি গেলে আধার কার্ড দেখতে চাইলেই ফিরিয়ে দিচ্ছে ফলে স্কুলের বিভিন্ন প্রকল্প থেকে আমি বঞ্চিত থেকে যাচ্ছি।