|
---|
লুতুব আলি, বর্ধমান, ১০ ডিসেম্বর : ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করল। এদিন বর্ধমান রেলস্টেশন থেকে ব্যানার সহকারে বর্ণাঢ্য পদযাত্রা বর্ধমান শহর পরিক্রমা করে। জনসচেতনতা যাত্রায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কর্মকর্তা ও সদস্য সদস্যরা পা মেলান। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বাড়তে থাকায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার দিবসের অনুষ্ঠানে যোগদানকারী অ্যাডভান্স ট্রেনিং একাডেমির কর্ণধার সৌরভ মল্লিক জানান, তাঁদের ৫০ জন ছাত্র-ছাত্রী এদিনের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরতে এদিনের এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে। সকালে বর্ণাঢ্য পদযাত্রা, দুপুরে বিনামূল্যে রক্তদান শিবির ও সন্ধ্যায় সান্ধ্যকালীন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা হাজির হয়েছিলেন। এদিন সন্ধ্যায় উপস্থিত হন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস।