|
---|
সেখ সামসুদ্দিন, ৫ সেপ্টেম্বর : জামালপুর ব্লকের বেরুগ্রামে আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে মহা সমারোহে শিক্ষক দিবস পালন করা হয়। নবনির্মিত গিরীশ মঞ্চে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যে আজ সেখানে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি তথা বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ভূতনাথ মালিক, মেহেমুদ খান, সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দ। ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, বক্তৃতা, নাটক প্রভৃতি অনুষ্ঠান করা হয়। আজকের দিনের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবর্গ।