|
---|
মহিনুর ইসলাম, হাওড়া: আমতা পাবলিক লাইব্রেরিতে ১৫ মার্চ, শুক্রবার ‘এবং আরো একটি’ পত্রিকার ষষ্ঠ বৎসর পুর্তিতে বসেছিল সাহিত্য পাঠের আসর।এই পত্রিকাটি কয়েকজন কলেজ ছাত্রের উৎসাহে ২০১৩ সালে প্রথম প্রকাশিত হয়।কবিতা,অণুকবিতা,গল্প, অণুগল্প, প্রবন্ধ, গদ্যে ভরপুর পত্রিকাটি।পত্রিকার অন্যতম বিশেষত্ব প্রচার-বিমুখ বিশেষ শিল্পী-সাহিত্যিক-কলাকুশলীদের সাক্ষাৎকার প্রকাশ করা।এই সংখ্যায় ‘এলাদিদি’-খ্যাত নাট্যাভিনেত্রী ঋতুপর্ণা বিশ্বাসকে ‘প্রচার-বিমুখ সম্মান’ অর্পণ করা হয়।পত্রিকাটির সম্পাদক মহিনুর ইসলাম ও খোকন জানা।