|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মালদা , ১২ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ সীমান্তের ইংরেজ বাজার থানার মহদীপুর এলাকার ওপারে চোরাই মোটর বাইক পাচার করার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চোরাই মোটর বাইক। যদিও এই ঘটনায় পুলিশি অভিযানের আগাম আঁচ পেয়ে ওই পাচারকারীদের সাথে যুক্ত থাকা আরো তিন থেকে চার জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। ওই অভিযুক্তদের ইতিমধ্যে খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর সেতু এলাকায়। এই এলাকা থেকে সামান্য দূরে রয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত। আর সেই সীমান্ত দিয়ে ওপারে মোটরবাইক গুলি চোরা পথে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।