|
---|
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, কলকাতা:প্রচন্ড ঝড় বৃষ্টিতেও চলছে এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অনশন। আজ শনিবার অনশন ১৬ দিন পেরিয়ে ১৭ দিনে পা দিলো। এইভাবে খোলা আকাশের নিচে জীবনবাজি রেখেই লড়াই করে চলেছে খাস কলকাতায় প্রেস ক্লাবের সামনে।
সূত্রের খবর, চাকরি প্রার্থীদের কাছে বাংলার মিডিয়া যাওয়া তো দূরের কথা কোনো সে সম্বন্ধে কোনো কথা বলা হচ্ছে না। বেশ কয়েকদিন আগে এক অনশনরত প্রার্থীর গর্ভপাত করা হয়েছে।
এক হবু শিক্ষকের বক্তব্য যে আজকের বাংলার দালাল মিডিয়া মিমি,নুসরতদের আর তৈমুরের চুলের স্টাইল নিয়ে ব্যাস্ত শেষে একটা কথাই বলবো দিদি;
“তোমারে বধিবে যে
গোকুলে বাড়িছে সে”।