|
---|
সামসুল হুদা আনারঃ বেস আন-নূর মডেল স্কুলের বালিকা শাখা, হরিপুরে, আজ মহাসমারোহে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
সম্পন্ন হল। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন শিক্ষাব্রতী আইনুল ইসলাম। নবীনবরণ, দৌড়, চেয়ারখেলা, হাঁড়িভাঙা, বিস্কুট দৌড়, যেমন খুশি সাজো, নৃত্য, নাটক ইত্যাদিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। মঞ্চে মিশন -সম্পাদক খাদেমুল ইসলাম-সহ অভ্যাগতদের দেখা যাচ্ছে। সঙ্গে আরো কিছু খণ্ডচিত্র।