|
---|
নিজস্ব সংবাদদাতা : নিখোঁজ যুবকের দেহ মিলল নদীতে।গ্রেফতার তিন বন্ধু।খুন নাকি কোনও দুর্ঘটনা? বাড়ছে রহস্য। চার দিন পর উদ্ধার হল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চা বাগানের যুবক মনোজ লোহারের ক্ষতবিক্ষত দেহ। এদিন বিকেলে ব্লকের শিশুবাড়ি শ্মশান ঘাটের ইকতী নদী থেকে উদ্ধার হয় দেহটি। চারদিন ধরে নিখোঁজ ছিলেন যুবক মনোজ।তারপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।এদিন দুপুর থেকে মনোজের বাবা, মা ও পরিজনরা মনোজকে খুঁজে দেওয়ার দাবিতে প্রায় এক ঘন্টা বীরপাড়া চৌপথিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।স্থানীয়রাও এসে যোগ দেয় এই অবরোধে। যদিও পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয়। তৎপর হয়ে উঠে পুলিশ প্রশাসন।শেষে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়ে শিশুবাড়ি শ্মশান ঘাটের ইকতী নদী থেকে পুলিশ উদ্ধার করে যুবকের মৃতদেহ।মৃতদেহ উদ্ধার করে মাদারিহাট থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয় যুবক মনোজ লোহার। তাকে তাঁর বন্ধুরা রাতে ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।পরিবারের পক্ষ থেকে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।যদিও তিন জনকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়।