|
---|
দক্ষিন দিনাজপুরঃ চলতি মাসের ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রে ত দফার নির্বাচন। আর তার আগে ২০ তারিখে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেলার বুনিয়াদপুরে সভা করবেন তিনি। বুধবার দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে সংবাদমাধ্যমকে একথা জানান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। আবার অন্যদিকে পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। আগামীকাল অর্থাৎ ১২ তারিখ তাঁর সভা করার কথা ছিল। জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে। জেলাতে নরেন্দ্র মোদির আসার দিন তারিখ ঠিক ছিলনা। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে জানানো হয়, আগামী ২০ এপ্রিল মোদি আসছেন। উল্লেখ্য, বুনিয়াদপুরের নারায়নপুর হাইস্কুল ময়দানে সভা করবেন তিনি। এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান, চলতি মাসের ২০ তারিখ বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, আগামীকাল ১২ এপ্রিল বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। বালুরঘাট শহরের টাউন ক্লাব ময়দানকে সভাস্থান হিসেবে ঠিক করা হয়। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে। কিন্ত সেই সূচির বদল হয়েছে। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র জানান, চলতি মাসের ১৬ এপ্রিল বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ফের আগামী ১৯ এপ্রিল বালুরঘাটের টাউন ক্লাব ময়দানে বেলা ১টায় সভা করবেন তিনি। সেখান থেকে তিনি জেলার গঙ্গারামপুরে ওই দিনে জেলার দ্বিতীয় সভাটি করবেন।
জানা গিয়েছে, এবারের লোকসভায় বালুরঘাট কেন্দ্রকে পাখির চোখ করেছে বিজেপি। এই লোকসভায় জিততে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর মতো হেভিওয়েট নেতাদের দিয়ে প্রচার করতে চাইছিল জেলা বিজেপির কার্যকর্তারা। অবশেষে মোদি এজেলায় প্রচারে আসছে বলে খুশি বিজেপি কর্মী সহ নেতারা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সভা ও প্রধানমন্ত্রীর সভাকে ঘীরে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা রাত দিন এক করে গলদঘর্ম হয়ে তাদের প্রার্থীদের হয়ে প্রচার করবার পাশাপাশি দুই দলের হেভিওয়েট নেতাদের জেলায় নির্বাচনী জনসভা সফল করতে ময়দানে নেমে পড়েছেন। দুই দলের কেউ একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। জেলাবাসীদের একাংশের মতামত এবারের দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা নির্বাচন যে মোদী ভার্সেস মমতা হবে তা বলাই বাহুল্য।