|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সম্প্রতি কর্ণাটকের একটি কলেজের সামনে হিজাব পরিহিতার কারণেই একদল কিশোরের কাছে হেনস্তার শিকার হতে হয় মুসকান খান নামে এক শিক্ষার্থীকে।সেই হিজাব বিতর্ক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তথা মুসকান ও অন্যান্য হিজাব পরিহিতা মহিলাদের হেনস্থার প্রতিবাদে শুক্রবার বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেবের নির্দেশে এবং দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে হিজাব পরিহিতা মহিলাদের নিয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এদিন সদাইপুর থানার সাহাপুর, সেলারপুর, কুইঠা গ্রাম থেকে প্রায় ৫ থেকে ৭ হাজার মহিলা এই মিছিলে অংশগ্রহণ করেন। তাঁরা একত্রিত হয়ে এবং একযোগে পাশাপাশি কয়েকটি গ্রামে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়।
এদিন স্থানীয় কুইঠা গ্রামে একটি ছোট্ট সভার মাধ্যমে দোওয়া খায়ের করেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মহম্মদ এজাজুল হক, বিশিষ্ট সমাজসেবী খেলাফৎ খান সহ আরো অনেকে।
এদিন বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে মর্জিনা বিবি জানান, কর্ণাটকে হিজাব নিয়ে মুসকানকে যে ভাবে অপমান করা হয়েছে আমরা সেদিনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সাথে তাঁর সমর্থনে এবং সমস্ত হিজাব পরিহিতা মহিলাদের সমর্থনে একটি মিছিল করলাম এলাকা জুড়ে। পাশাপাশি সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মহম্মদ এজাজুল হক জানান, বোরকা বা হিজাব পরে আমাদের মা বোনেরা যেন স্কুল কলেজে যেতে পারে তার জন্য এলাকার নারী পুরুষ সকলেই মিছিলে হাঁটলাম।