মেমারি পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৫ নম্বার ওয়ার্ড এর প্রার্থী কাশ্মীরা খাতুন সেখ -এর সমর্থনে পথসভা হয়।

সেখ সামসুদ্দিন : ১৮ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৫ নম্বর ওয়ার্ড প্রার্থী কাশ্মীরা খাতুন সেখ -এর সমর্থনে ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুনীল মূর্মুর সমর্থনে পথসভা করা হয়। এই পথ সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, জেলা সহসভাধিপতি দেবু টুডু, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী, জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় কুমার পাল, সংখ্যালঘু সভাপতি পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য সমীরণ মজুমদার সহ নেতৃত্ব। এদিনের পথ সভায় সকল বক্তা বিরোধী সিপিএম বিজেপিকে এক হাত নিয়ে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সাথী হতে আহ্বান জানান।