|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাণ্ডুলী গ্ৰামে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে অধ্যাপক তুহিন সামন্ত গুলি করে হত্যা করা হয়েছিল। শহীদ অধ্যাপক তুহিন সামন্ত ১২ তম মৃত্যু দিবস পালন করা হয়। কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর ডাকে কোরকমিটির বৈঠকে কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেই কারণেই সোমবার দুপুরে শহীদ অধ্যাপক তুহিন সামন্ত মৃত্যু দিবসে উপস্থিত না থাকার জন্য কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সোমবার সন্ধ্যায় কোলকাতা থেকে ফেরার পথে চাণ্ডুলী গ্ৰামে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সামনে শহীদ অধ্যাপক তুহিন সামন্তের মূর্তিতে মাল্যদান করেন। শহীদ অধ্যাপক তুহিন সামন্তের মূর্তির বেদিতে একটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে মোমবাতি জ্বালিয়ে কাটোয়ার বিধায়ক তথা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে অভিন্দন জানালেন।