|
---|
মোঃ রিপন বীরভূম:: মুরারই থানার ভাদীশ্বর আদ্রা পাড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়াই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটার সময়। পেশায় টোটো চালক শেজান শেখের বাড়িতেই এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী রাহিদ শেখ জানান মঙ্গলবার রাত আটটার দিকে বিদ্যুৎ ছিল না এবং হালকা ঝড় হচ্ছিল। শেজান শেখের স্ত্রী গ্যাসে রান্না করতে গিয়ে দেখে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে না। গ্যাস সিলিন্ডারের মাথাটা খুলতেই হঠাৎই গ্যাস বের হতে থাকে পাশে থাকা কেরোসিন বাতির সংযোগে এসে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির একাংশ পুরো ভেঙে গেছে বিস্ফোরণে।
বাড়িতে থাকা জামা কাপড় কিছুই নেই পুড়ে গেছে। এমন অবস্থায় পরিবারের লোকজন প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।