|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : ড্রেন করার জন্য ড্রিল মেশিন দিয়ে ঢালাই রাস্তা ভাঙ্গতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় সুতির এক শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম অর্জুন সিংহ(৪০)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতির জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের তেনাউড়ি গ্রামে। ঘটনার পরে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে উঠেছে বড় প্রশ্ন। শুক্রবার সুতির জগতাই ১ নম্বর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত তেনাউড়ি এলাকায় চলছিল ড্রেনের কাজ। সরকারি ভাবে ড্রেনের কাজ চললে ও রাস্তার পোল থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ করে ঢালাই রাস্তা ভাঙ্গতে ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানাযায় বিদ্যুৎ চুরি করে চলছিল ড্রিল মেশিন দিয়ে ড্রেনের কাজ। হঠাৎ কাজ করতে করতে ড্রিল মেশিনে শর্ট সার্কিটে বিদ্যুৎ পিষ্ট হয় ওই শ্রমিক। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রথমে বেসরকারি একটি নার্সিং হমে নিয়ে যাওয়া হয় পরে সুতি-২ ব্লকের মহেশাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন।
অর্জুন সিংহের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
মৃত্য দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে।