|
---|
রামিজ আলি আহমেদ, নতুন গতি: যারা সাজতে ভালোবাসেন তাদের জন্য সুখবর।কোয়েস্ট মল-এর সন্নিকটে আইস স্কেটিং রিং-এর বিপরীতে শিভম চেম্বার্সের তৃতীয় তল-এ টলিউড ডিভা স্বস্তিকা মুখার্জীর উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল ‘টনি এন্ড গাই এসেনসুয়ালস’ ইউনিসেক্স স্যালুনের। এখানে সাধ্যের মধ্যেই থাকছে সমস্ত রকমের পরিষেবা।অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী বললেন, “এখানে আসতে পেরে এবং উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে। টনি এন্ড গাই একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এটার লোকেশনটাও খুব ভালো, একদম কোয়েস্ট মল-এর কাছে। “প্রাক্তন মিস কলকাতা এবং মিসেস ইন্ডিয়া আইএবি ২০১৮ লোপামুদ্রা মন্ডল জানালেন, “এটা আমার কাছে একটা দারুন ব্যাপার টনি এন্ড গাই এসেনসুয়ালস বালিগঞ্জ-এর গ্র্যান্ড লঞ্চের হোস্ট করতে পেরে। আমি কৃতজ্ঞতা জানাই টনি এন্ড গাই এসেনসুয়ালস বালিগঞ্জ ব্রাঞ্চের কর্ণধার ইরফান জাভেদকে, আমাকে হোস্ট করতে দেওয়ার জন্য। আমার বন্ধু অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এটার উদ্বোধন করলেন। এটা একদম শহরের কেন্দ্রবিন্দু বালিগঞ্জে, আর টনি এন্ড গাই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তা বলে সাংঘাতিক চার্জেস নয়। আপনারা সবাই আসুন আসলে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হওয়া সত্ত্বেও সবাই অ্যাফোর্ট করতে পারবে।”