চাপড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: নদীয়া চাপড়া তৃণমূলের গোষ্ঠী কোন্দল কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল সূত্রে খবর চাপড়া রূপবান সিনেমা হলে চাপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা করা হয় ওই সভায় গত লোকসভা নির্বাচনে যারা বিজেপির হয়ে ভোট করেছে তাদেরকে মঞ্চে তোলা নিয়ে গন্ডগোল এবং সেই মঞ্চ থেকে নেমে চলে যান চাপড়া ব্লক সভাপতি তথা নদীয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ। চাপড়ার তৃণমূল যুব কংগ্রেসের এই কর্মীসভার আয়োজন করেছিলেন এই সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, ব্লক সভাপতি জেবের শেখ, যুব সভাপতি রাজীব শেখ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। সূত্রে খবর বিগত দিনে হৃদয়পুর অঞ্চলের বেদবেরিয়া গ্রামে যে অশান্তি সৃষ্টি হয় তার মূল কারণ শুকদেব ব্রহ্ম। তাই দলের একাংশ শুকদেব ব্রহ্মকে এখন কেউই মেনে নিতে চাচ্ছেন না, গত লোকসভা ভোটে বিজেপির হয়ে ভোট করেছিল সেই কারণে স্থানীয় নেতৃত্ব রায় ওকে পছন্দ করছে না। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে জেবের সেখের নেতৃত্ব সহ সমস্ত অঞ্চল নেতৃত্বের পূর্ণ সহযোগিতায় চাপড়া ব্লক থেকে তৃণমূল প্রায় পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে ছিল। সেই সময় অবশ্য শুকদেব ব্রহ্ম দলে ছিলেন না। চাপড়া ব্লকের কয়েকটি অঞ্চল ছাড়া বিরোধীদের অস্তিত্ব নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতিতে চাপড়ার তৃণমূলের মূল বিরোধী তৃণমূলই। এই অবস্থা চললে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের লাভ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।