নতুন গতির সাংবাদিক অসিত ঘোষ প্রায়ত

এম এ মনু : বহু বছর ধরে তিনি নতুন গতি  ঘরোনায় সাংবাদিক হিসাবে কাজ করে ছিলেন। সাংবাদিক অসিত ঘোষ গত কাল রাতে প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন তিনি কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়েছিলেন। গত কাল সকাল থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। বেলা ১টা ৪৫ নাগাদ কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সন্ধ্যা পর্যন্ত চিকিৎসায় সাড়া দিলেও তারপরই আবার অবনতি ঘটে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান চিত্র সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি রেখে গেছেন একমাত্র স্ত্রী। সাংবাদিক অসিত ঘোষ ছিলেন সরল মনের এক সজ্জন বক্তিত্ব। মিত ভাষী নিরহংকারী অসিত ঘোষ কুড়ি বছর বয়স থেকে ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তুলতে ছুটে ঢ়েতেন। ছবি তোলার শখ ছিল তাঁর। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন দীর্ঘ বছর ধরে। শেষে একটি জনপ্রিয় সাপ্তাহিক নতুন গতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। স্বল্প বেতনে কাজ করতেন। অন্যান্য পত্রিকার সুযোগ থাকলেও তিনি এই পত্রিকা ছেড়ে কোথাও যায়নি। তার লেখার ধারা ছিল অন্যদের থেকে আলাদা। আজ ভোরে হাওড়া জেলার বাউড়িয়া বুড়িখালি রোডের বাসভবনে তার দেহ নিয়ে আসা হয়। অগণিত মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আজ বেলা একটা নাগাদ বাউড়িয়া বৈদ্যুতিন শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অসিত বাবু ছিলেন লিটিল ম্যাগাজিন কর্মীদের খুবই প্রিয় মানুষ।  নতুন গতি পত্রিকার সম্পাদক ও কর্মীবৃন্দ সকলেই মর্মাহত।