|
---|
সংবাদদাতা : করোনা ভাইরাসের জন্য গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাড়াঁলেন আল-মদিনা এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট,মেমারি,পূর্ব ববর্ধমান। এই ট্রাস্টের সম্পাদক কারী শামসুদ্দিন আহমাদ সাহেব বিভিন্ন জায়গায় যেমন মেমারি, বাগিলা,কালশী,হেতমপুর, গিয়ে নিজে গরীব দুঃস্থদের হাতে তুলে দেন চাল, আলু, পিঁয়াজ, তেল, লবণ,সাবান, ইত্যাদি সামগ্রিক। এ থেকে মানুষ কিছুটা উপকৃত পাবেন। এ ভাবে সকলকে এগিয়ে আসতে হবে মানুষের পাশে।