নবাবপুরে”আকবর আলি খন্দকার ” মঞ্চে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব

সেখ আব্দুল আজীম : নবাবপুর ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে নবাবপুর অঞ্চল তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস এর যৌথ ব্যবস্থাপনায় “আকবর আলি খন্দকার ” মঞ্চে অনুষ্ঠিত হলো মানবকল্যাণে এক মহতী রক্তদান উৎসব। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাওড়ার বেলুড় শ্রমজীবী হসপিটাল এর ডাক্তারবাবুরা আসেন রক্ত সংগ্রহ করতে! প্রায় ২ শতাধিক এলাকাবাসী এই মহতী রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তাঁদের নিজ শরীরের রক্ত অসুস্থ রোগীদের হিতার্থে প্রদান করেন! এই মহতী রক্তদান উৎসবে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এর কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এক আলোরণময় অনুষ্ঠান উপহার দেন এলাকাবাসীদের! এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক “স্বাতী খন্দকার “মহাশয়া সহ হুগলী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ জেলা পরিষদ সদস্য ভোলানাথ চট্টোপাধ্যায় সহ সদস্যা দেবযানী ব্যানার্জী সহ চন্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, সহকারী সভাপতি সনৎ সানকি! এছাড়াও কর্মাধ্যক্ষ সেখ মোসারফ আলি, শুভেন্দু মুখার্জী সহ নবাবপুর গ্রামপঞ্চায়েত প্রধান রীনা সাঁতরা -উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সহ বহু জনপ্রতিনিধিগন! এই মহতী অনুষ্ঠানের শেষে এলাকার বহু দুঃস্থ মানুষদের প্রায় ৬০০ মানুষজনদের শীতবস্ত্র প্রদান করা হয়! সমগ্র অনুষ্ঠান টি নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি যথাক্রমে “আনিসুর রহমান নস্কর ও সিদ্ধেশ্বর দত্ত “সঞ্চালনা করেন! প্রসঙ্গত বলা যায় এই রকম অনুষ্ঠান প্রত্যক্ষ করে এলাকাবাসী খুবই আপ্লুত হন!!
এই দিন বিধায়িকা স্বাতী খন্দকার মহাশয়ার হাত ধরে অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে অনেকে যোগদান করেন।