|
---|
হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : জমতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কস্তুরবা গান্ধী বালিকা হোস্টেলের ছাত্রীদের নিয়ে পশ্চিম বঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতার সক্রিয় ব্যবস্থাপনায় আকাশ প্রদর্শন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সূচন্দন বৈদ্য মহাশয়,কলকাতার মহারানী বিললা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ইন্টার কেরিয়া শিক্ষা দপ্তরের অধিকর্তা দেবাশিস ধর, জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল তপন কুমার মন্ডল পবিত্র কুমার রায় নস্কর ঋষিকেশ নস্কর প্রমুখ। জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রবীন্দ্র নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো নাচ গান আবৃত্তি সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালা,ছাত্রীদের হাতে-কলমে প্রজেক্ট তৈরি এবং সবশেষে অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আজকের অনুষ্ঠানে ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।