কাটুনের মাধ্যমে রাজনৈতিক দলের ২০২১এর বিধানসভা ভোট প্রচার 

কাটুনের মাধ্যমে রাজনৈতিক দলের ২০২১এর বিধানসভা ভোট প্রচার

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : 

    বিগত দিনে ভোট প্রচারে দেখা মিলত, রাজনৈতিক নেতাদের হাতে চোঙ। পরবর্তীতে লাউড স্পিকারের ব্যবহার শুরু হয়। এখনো ও প্রচার সারতে লাউডস্পিকারের ব্যবহার করার সাথে সাথে রাজনৈতিক নেতাকর্মীরা বর্তমানে কার্টুন ও বাজনা নিয়ে এই মুহূর্তে প্রচার চালিয়ে যাচ্ছেন । আমাদের নজরে এল এমনই এক চিত্র । তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচার। মন্দিরবাজার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক জয়দেব হালদার,সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনায় সর্বত্রই মডেলিং এর মাধ্যমে প্রচার । এই ব্যবসার সঙ্গে যুক্ত কলাকুশলীরা বিভিন্ন অনুষ্ঠানে নানা রকমের মডেল সেজে মনোরঞ্জন করেন। আজ এমনই এক মডেল পরিবেশকের গল্প আপনাদের সামনে তুলে ধরতে, যিনি দীর্ঘদিন যাবত আবাল-বৃদ্ধ-বণিতার মনোরঞ্জনের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত করেছেন। সরকার মডেলিং এর কর্ণধার কর্ণধার গৌরাঙ্গ সরকার। বিবাহ কিম্বা অন্নপ্রাশন, ক্রীড়া কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি কিম্বা বেসরকারি, পদ্ম কিংবা অন্নপ্রাশন,রাজনৈতিক সভা সমিতিতে দেখা মেলে এই সরকার মডেলিং । যেখানে নেতাজি, মহাত্মা গান্ধী, শিব, দুর্গা,লক্ষ্মী, সরস্বতী থেকে শুরু করে গণেশ ,কার্তিক,হনুমান,,কিম্বা ভাল্লুক ,মটু ও পাতলু । আরও হরেক রকম কোথায় বাঘ, সিংহ ,দেখা মেলে । যেখানে যেমন চাহিদা সেখানেই সেই কাটুন পরিবেশন করেন। দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত সরকার মডেলিং। এক সাক্ষাৎকারে তিনি জানালেন এটা কেবল আমার অর্থ রোজগারের জন্য এই পেশার সঙ্গে যুক্ত নয় সাধারণ মানুষের আনন্দ,-বিনোদন ও খুশি করতেই আমার এই প্রয়াস। এমনকি পর্যটকরা সুন্দরবন বেড়াতে আসলেও তাদের নজর কাড়তে বেশ কিছু দিন ধরে নিজের রোজগারের অর্থ দিয়ে বেড়াতে আশা ছোট ছোট শিশুদের হাতে শান্তা সেজে চকলেট তুলেও দিয়েছেন। এমনই মানবিকতার নজির গড়ায় সাধারণ মানুষের কাছে একটাই পরিচিতি নাম, সরকার মডেলিং যেকোনো সময় যেকোনো অনুষ্ঠানে আপনি এই সরকার মডেলিং কে দেখতে পাবেন দক্ষিন চব্বিশ পরগনার প্রতিটি প্রান্তে।